সর্বশেষ হালনাগাদ: [01/11/2025]
আমরা সর্বদা গ্রাহকের সন্তুষ্টিকে প্রাধান্য দিই। যদি আপনি কোনো কারণে সন্তুষ্ট না হন, নিচের শর্তে রিটার্ন বা রিফান্ড প্রযোজ্য হবে:
1. রিটার্নের শর্ত
- ভুল বা ক্ষতিগ্রস্ত পণ্য প্রাপ্ত হলে রিটার্ন করা যাবে।
- পণ্য গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে।
- পণ্য অবশ্যই অরিজিনাল প্যাকেজিংসহ ফেরত দিতে হবে।
- ব্যবহৃত বা ক্ষতিগ্রস্ত পণ্য ফেরত নেওয়া হবে না।
2. রিফান্ড পদ্ধতি
- পণ্য যাচাইয়ের পর রিফান্ড প্রক্রিয়া শুরু হবে।
- অগ্রিম পেমেন্ট হলে একই পেমেন্ট মেথডে রিফান্ড দেওয়া হবে (যেমন: bKash, Nagad)।
- ক্যাশ অন ডেলিভারি অর্ডারে সাধারণত রিফান্ড নয়, পরিবর্তন (exchange) দেওয়া হয়।
3. যোগাযোগ
📞 ফোন: 01560039880
📧 ইমেইল: pqsmart23@gmail.com