PQS Mart – Terms & Conditions
সর্বশেষ হালনাগাদ: [01/11/2025]
স্বাগতম PQS Mart-এ!
আমাদের ওয়েবসাইট ও অনলাইন স্টোর ব্যবহারের মাধ্যমে আপনি নিচের শর্তাবলী ও নীতিমালা মেনে নিতে সম্মত হচ্ছেন। অনুগ্রহ করে এগুলো মনোযোগ দিয়ে পড়ুন।
1. সাধারণ তথ্য
এই ওয়েবসাইটটি পরিচালিত হচ্ছে PQS Mart কর্তৃক। আমরা মূলত চায়না প্রোডাক্টসহ মানসম্মত পণ্য বিক্রয় করে থাকি — যেমন Kitchen & Dining, Home Decor, Health & Beauty, Gadgets & Electronics, Mother & Baby Care ইত্যাদি।
2. পণ্য ও মূল্য
PQS Mart-এ প্রদর্শিত পণ্যের ছবি, বর্ণনা ও মূল্য সময়ভেদে পরিবর্তিত হতে পারে।
কোনো পণ্যের তথ্য ভুলভাবে প্রদর্শিত হলে আমরা অর্ডার বাতিল বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করি।
সব পণ্যের মূল্য বাংলাদেশী টাকা (BDT) তে উল্লেখিত।
3. অর্ডার ও ডেলিভারি
ওয়েবসাইটে অর্ডার করার পর আমাদের প্রতিনিধি ফোন বা মেসেজের মাধ্যমে অর্ডার কনফার্ম করবেন।
অর্ডার কনফার্ম হওয়ার পর ডেলিভারি সময় নির্ভর করবে লোকেশন ও পণ্যের প্রাপ্যতার উপর।
ডেলিভারি চার্জ অর্ডার ভেদে ভিন্ন হতে পারে।
পেমেন্ট পদ্ধতি: Cash on Delivery (COD) এবং bKash/Nagad/Rocket এর মাধ্যমে অগ্রিম পেমেন্ট।
4. রিটার্ন ও রিফান্ড পলিসি
আমরা আমাদের গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তবে কিছু নির্দিষ্ট শর্তে রিটার্ন গ্রহণযোগ্য হবে —
যদি পণ্যটি ড্যামেজড, ত্রুটিপূর্ণ, বা ভুল আইটেম হয়।
পণ্য গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে।
পণ্যটি অবশ্যই অরিজিনাল প্যাকেজিংসহ ফেরত দিতে হবে।
পণ্য ব্যবহৃত বা ক্ষতিগ্রস্ত অবস্থায় ফেরত নেওয়া হবে না।
রিফান্ড পদ্ধতি নির্ভর করবে পেমেন্ট মেথডের উপর।
5. ব্যবহারকারীর দায়িত্ব
সাইটে অর্ডার করার সময় সঠিক নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং পেমেন্ট তথ্য প্রদান করতে হবে।
কোনো মিথ্যা তথ্য প্রদান, প্রতারণা বা অপব্যবহারের ক্ষেত্রে PQS Mart আইনি ব্যবস্থা নিতে পারে।
6. মেধাস্বত্ব (Copyright)
PQS Mart ওয়েবসাইটে প্রদর্শিত সকল ছবি, টেক্সট, লোগো, ডিজাইন ও কনটেন্ট PQS Mart-এর নিজস্ব সম্পত্তি।
আমাদের অনুমতি ছাড়া এগুলো কপি, পুনঃপ্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।
7. দায়সীমা (Limitation of Liability)
পণ্যের ভুল ব্যবহার, তৃতীয় পক্ষের ডেলিভারি সমস্যা, বা গ্রাহকের ভুল তথ্যের কারণে PQS Mart কোনো ক্ষতির দায় নেবে না।
অনলাইন পেমেন্ট প্রক্রিয়ায় তৃতীয় পক্ষের সিস্টেমে কোনো ত্রুটি হলে আমরা দায়ী থাকব না।
8. শর্তাবলী পরিবর্তন
PQS Mart যেকোনো সময় এই Terms & Conditions আপডেট বা পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।
নতুন শর্তাবলী প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তা কার্যকর হবে।
9. যোগাযোগ
📞 ফোন: 01560039880
📧 ইমেইল: pqsmart23@gmail.com
🌐 ওয়েবসাইট: https://pqsmart.shop
📍 ঠিকানা: Dhaka, Bangladesh.